প্রেমে পরিবারের আপত্তির কারণে আত্মহত্যা একাদশ শ্রেণির ছাত্রীর। ঘটনাটি আসানসোলের কুলটি থানা মোড় জলট্যাঙ্কি সংলগ্ন এলাকার৷ কুলটি গার্লস স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী বিপাসা ধীবরের সাথে বেশ কিছুদিন যাবৎ স্থানীয় এক যুবকের প্রণয় ঘটিত সম্পর্ক তৈরি হয়৷ সেই সম্পর্ক নিয়ে পরিবারের আপত্তি ছিল৷ বিপাশার মা ছয় মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান৷ বাড়িতে বর্তমানে বাবা ও দাদার সঙ্গেই থাকত বিপাশা৷ বাবা কেদার নাথ ধীবর পিএইচই’র কর্মী।

বাবা সকালে কাজে চলে গেলে এবং দাদা বাড়িতে না থাকার সুযোগে বিপাশা শনিবার গলায় দড়ি দেয় বলে জানা গেছে। বাবা ও দাদা বাড়ি ফিরে বিপাশাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরিবারের লোকজন থানায় খবর দিলে, কুলটি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। আত্মীয়রা জানান, প্রেমের বিষয়ে বাড়ির আপত্তি থাকায় বিপাশা এবিষয়ে কিছু বলতে রাজি হত না।

Like Us On Facebook