গ্রীষ্মের দাবদাহে পথ চলতি তৃষ্ণার্ত মানুষজনের কাছে জলের চেয়ে প্রিয় এবং প্রয়োজনীয় আর কিছুই হতে পারে না। তাই সেই তৃষ্ণার্ত পথিকদের তৃষ্ণা নিবারণের জন্য জল এবং বাতাসা দেওয়ার উদ্দেশ্যে জলসত্রের ব্যবস্থা করলো কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। চৌরঙ্গী ফাঁড়ির উদ্যোগে গতবছরের মত এবারও গ্রীষ্মে পথচারী থেকে বাইক আরোহী ও বাস যাত্রীদের মাটির কলসির ঠান্ডা জল ও বাতাসা খাইয়ে পিপাসা দূর করার উদ্দেশ্যে মঙ্গলবার থেকে শুরু হল জলসত্র। এদিন জলসত্রের উদ্বোধন করেন কুলটি থানার ওসি অরিজিৎ দাশগুপ্ত। চৌরঙ্গী ফাঁড়ির ইনচার্জ মইনুল হক বলেন, ‘গত বছরের মত এবারও আমরা গ্রীষ্মে তৃষ্ণার্ত মানুষজনের জন্য জলসত্র চালু করেছি। গ্রীষ্মের মরসুম জুড়ে আমাদের এই জলসত্র চালু থাকবে।’
Like Us On Facebook