আসানসোলের কুলটি থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল। জানা গেছে, রবিবার রাতে কুলটি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় কুলটির ইন্দিরা গান্ধী কলোনী সংলগ্ন জঙ্গলে কয়েকজন দুষ্কৃতী জড় হয়েছে। তৎক্ষনাৎ পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।
পুলিশ সেখানে ২টি বাইক সমেত ৬ জনকে দেখতে পায়। পুলিশ দেখে তারা পালাতে গেলে পুলিশ দু’টি বাইক সমেত তিন জনকে পাকড়াও করে। ধৃতরা হল প্রেমলাল শ্রীবাস্তব, ফিরদৌস আলাম ও মিন্টু দে। তিন জনই কুলটির বাসিন্দা বলে জানা গেছে। তাদের কাছ থেকে দু’টি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। তারা ডাকাতির উদ্দেশ্যে জড় হয়েছিল বলে দাবি পুলিশের।
Like Us On Facebook