আগ্নেয়াস্ত্র সহ ৪ জন দুষ্কৃতীকে গ্রেফতার করল আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার পুলিশ নিয়ামতপুর ইসকো রোড থেকে তাদের গ্রেফতার করে বলে জানা গেছে। ধৃতদের কাছ থেকে দুটি ওয়ানশর্টার আগ্নেয়াস্ত্র ও একটি ভোজালি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের নাম মনোজ মালি, মহম্মদ শের আলি, মহম্মদ ইসমাইল ও মহম্মদ নঈম। ধৃত মনোজ মালি ও মহম্মদ শের আলির বিরুদ্ধে মোটর বাইক চুরি, ছিনতাই সহ একাধিক অপরাধ মূলক অভিযোগ আছে। ধৃতদের বাড়ি ঝাড়খণ্ডের জামতোড়া মিহিজিম ও আসানসোলের বারাবনী।

 

Like Us On Facebook