কুলটির বেজডি কোলিয়ারির পরিত্যক্ত কোয়ার্টার থেকে গ্রেফতার ৫ জুয়াড়ি। গোপন সূত্রে জুয়ার আসর বসানোর খবর পেয়ে বুধবার রাতে কুলটি থানার পুলিশ ইসিএলের বেজডি কোলিয়ারির এক পরিত্যক্ত কোয়ার্টারে হানা দেয়। পুলিশ ৫ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করে। ধৃতদের নাম মনোজ কুমার হরিজন, নিমাই গড়াই, কিশান ধীবর, উজ্জ্বল ধীবর, নারায়ন মণ্ডল। ধৃতরা সকলেই ওই এলাকার বাসিন্দা। পুলিশ ধৃতদের কাছ থেকে ৬২৫০ টাকা এবং ১০৪টি তাস উদ্ধার করেছে বলে জানা গেছে। পুলিশ ধৃতদের বৃহস্পতিবার আসানসোল কোর্টে তোলে।

Like Us On Facebook