আসানসোলের কুলটি থানার কলেজ মোড় এলাকায় গত ১ মে একটি বাড়ি থেকে জোড়া মৃতদেহ উদ্ধার হয়েছিল। সেই রহস্যময় খুনের কিনারা করল কুলটি থানার পুলিশ। কৌশিক দাস ওরফে লাল্টু ও গোবিন্দ পাত্র নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা কুলটি থানার কলেজ পাড়া ও শ্রীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সূত্র মারফৎ খবর পেয়ে এবং মোবাইল ট্র্যাক করে বেলঘোরিয়া থেকে কৌশিককে পাকড়াও করে কুলটি থানার পুলিশ। এরপর কৌশিককে জিজ্ঞাসাবাদ করে শনিবার সকালে কুলটির শ্রীপুর থেকে গোবিন্দ পাত্রকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তরা এই জোড়া খুনে তাঁদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং অর্থনৈতিক কারণেই এই খুন বলে দাবি পুলিশের। মৃত দেবাশীষ কর্মকারের এটিএম থেকে অভিযুক্তরা ৯০ হাজার টাকা কুলটির বিভিন্ন এটিএম থেকে তুলেছেন বলে জানা গেছে। শনিবার কুলটি থানার পুলিশ অভিযুক্তদের আসানসোল কোর্টে তোলে। এই খুনের পিছনে আর কেউ জড়িত কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।