শুক্রবার বর্ধমানের কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে ১৩৯ জন নবম ও দশম শ্রেণীর ছাত্রদের হাতে তুলে দেওয়া হল সবুজ সাথীর সাইকেল। এছাড়াও স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কম্পিউটার শিক্ষার জন্য ইন্টিগ্রেটেড কম্পিউটার ট্রেনিং (আইসিটি) প্রকল্পে এই স্কুলে দেওয়া হল ১০টি কম্পিউটার। স্কুলের প্রধান শিক্ষক সৌমেন কোনার জানিয়েছেন, এবছর নবম ও দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য মোট ৩৪১টি সাইকেল প্রদান করা হবে। শুক্রবার ছাত্রদের হাতে ১৩৯ টি সাইকেল তুলে দেওয়া হয়।

একইসঙ্গে এদিন স্কুলে আইসিটি প্রকল্পের উদ্বোধন করেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক। সমগ্র অনুষ্ঠানে হাজির ছিলেন আইসিটির পক্ষে অঙ্কিত উপাধ‌্যায়, বর্ধমান ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী দাস রজক, শিক্ষা কর্মাধ্যক্ষ দিলীপ চক্রবর্তী, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল হুদা প্রমুখ।

উল্লেখ্য, এদিন স্কুলের সামগ্রিক উন্নয়ন, পরিবেশ এবং ছাত্র-ছাত্রীদের আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করে বিধায়ক নিশীথ মালিক ব্যক্তিগত ভাবে ১০ হাজার টাকা খরচ করে ছাত্রছাত্রীদের মাংস ভাত খাওয়ানোরও ব্যবস্থা করেন।

Like Us On Facebook