প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিঘা প্রতি ৫ হাজার টাকা ক্ষতিপূরণ, কৃষি ঋণ মুকুব করা, কৃষকদের বিদ্যুৎ বিল মুকুব করা সহ ১১ দফা দাবিতে বুধবার কৃষি ও কৃষক বাঁচাও কমিটির বর্ধমান জেলা শাখা স্মারকলিপি দিল অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) প্রবীর চট্টোপাধ্যায়কে। সংগঠনের সম্পাদক অনিরুদ্ধ কুণ্ডু জানিয়েছেন, সাম্প্রতিককালে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পড়ে পূর্ব বর্ধমান জেলায় প্রায় ১০ জন কৃষক আত্মহত্যা করেছেন। দেশের বিভিন্ন রাজ্যে সরকার কৃষকদের কৃষি ঋণ মুকুবের ঘোষণা করলেও বাংলার সরকার গত এপ্রিল মাসে শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্থদের জন্য বিঘা প্রতি ১৭৫০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। কিন্তু বিঘা প্রতি চাষের খরচ প্রায় ৬ হাজার টাকা। তাই তাঁরা এই ক্ষতিপূরণ বিঘা প্রতি ৫ হাজার টাকা দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি জানিয়েছে্ন, প্রতিনিয়তই চাষের খরচ বেড়ে চলেছে। এমতবস্থায় ক্ষতিপূরণ না পাওয়ায় জেলার কৃষকরা কঠিন সমস্যায় রয়েছেন। এরই পাশাপাশি তাঁরা কৃষকদের জন্য পেনশন চালু, সার, বীজ প্রভৃতিতে ভর্তুকি প্রদান করারও দাবি জানান। উল্লেখ্য, এদিন এই সংগঠনের পক্ষ থেকে কার্জন গেটে বিক্ষোভ সমাবেশও করা হয়।
Like Us On Facebook