.
বর্ধমান ১ ব্লক মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস্য, কৃষি বিপনণ, সমবায় ও প্রাণী সম্পদ মেলা ২০১৭-র আনুষ্ঠানিক সূচনা হল রবিবার। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দেবু টুডু, বিধায়ক সুভাষ মন্ডল, বিডিও দেবদুলাল বিশ্বাস, বর্ধমান ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী দাস রজক সহ অনান্যরা। এই মেলায় স্থানীয় চাষিরা তাঁদের উৎপাদিত ফসল বিভিন্ন স্টলে প্রদর্শেনের জন্য নিয়ে আসেন। ফাল্গুনী দাস রজক জানান স্থানীয় কৃষকদের উৎসাহিত করতে তাঁদের উৎপাদিত সেরা ফসল জনসাধরণের কাছে প্রদর্শন করতে সরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় আয়োজিত হয় কৃষিমেলা। এছাড়াও মেলা প্রাঙ্গণে কৃষি দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে চাষের ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার, কৃষি ঋণ সহ বিভিন্ন বিষয়ে চাষিদের পরামর্শ দিতে আলোচনা সভার আয়োজন করা হয়।
Like Us On Facebook