রেষারেষিতে মানুষ মরবে এটা আমরা হতে দেব না। আমাদের সরকার বা দফতর এত দূর্বল নয়। শুধুমাত্র কলকাতাতেই কিছু জায়গায় কমিশন প্রথা চালু আছে। টাইম টেবিল চালু করে তা বন্ধ করে দেওয়া হবে। শুক্রবার বর্ধমান জেলাপ্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে পূর্ব বর্ধমানের উল্লাসের পূর্বাশা বাসস্ট্যান্ডে বিশেষ পথ নিরাপত্তা বিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করে কমিশন প্রথা নিয়ে মন্তব্য করেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন তিনি কলকাতা-ভাতাড় সরকারি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করার পাশাপাশি গতিধারা, সেফ ড্রাইভ সেভ লাইফের মতো একগুচ্ছ প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেন। পথনিরাপত্তা নিয়ে অনেক সময়ই আইনঘটিত নানা সমস্যায় আধিকারিকদের পড়তে হচ্ছে একথা জানিয়ে কঠোর আইন প্রণয়নেরও কথা জানান। এদিন গাড়ির গতি নিয়ন্ত্রণে তিনি পুলিশের হাতে লেজার স্পিডগান তুলে দেন। মন্ত্রী আরও জানান, কাটোয়া বাসস্ট্যান্ডের উন্নয়নে ৩ কোটি টাকা ব্যয় করা হবে। মন্তেশ্বর ও গুসকরায় অত্যাধুনিক বাসস্ট্যান্ড তৈরি করা হবে বলেও জানান শুভেন্দুবাবু।