করোনা রোগীদের বিনামূল্যে পরিষেবা দিচ্ছেন বর্ধমানের রবিউল – শীর্ষক খবর বর্ধমান ডট কমে বৃহস্পতিবার প্রকাশিত হওয়ার পর কলকাতা থেকে ছুটে এলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। রবিবার কলকাতার কালীঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি তন্ময় দত্তের নেতৃত্বে ২ জন আসেন বর্ধমানের বাবুরবাগ এলাকার বকুলতলায়। এখানেই দিনভর করোনা রোগীদের জন্য অপেক্ষা করেন বাবুরবাগের বাসিন্দা ৭০ বছরের সেখ রবিউল হক। এদিন রবিউলের হাতে পুষ্পস্তবক ও রবীন্দ্রনাথের প্রতিকৃতি তুলে দেওয়া হয়। পিপিই কীট সহ বেশ কিছু খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। তন্ময়বাবুরা এদিন রবিউলের বাড়িও যান। সেখ রবিউল হকের মাটির ঘরের অ্যাসবেস্টসের চাল ভেঙে যাওয়ার জন্য তাঁকে কিছু আার্থিক সাহায্যও করেন।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে মাকে হারাতে হয় ৭০ বছরের বৃদ্ধ সেখ রবিউল হককে। মাত্র আধ কিমি দুরে হাসপাতালে করোনা আক্রান্ত মাকে নিয়ে যাওয়ার জন্য রবিয়েল হকের কাছে অ্যাম্বুলেন্সের ভাড়া চাওয়া হয়েছিল ৫ হাজার টাকা। সেই সামর্থ্য না থাকায় চোখের সামনেই মাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেন অসহায় ছেলে। তারপরই তিনি ঠিক করেন পয়সার অভাবে করোনা আক্রান্ত কোন রোগীকে হাসপাতালে না নিয়ে যেতে পারার ঘটনা আর যেন না ঘটে। নিজের ভাঙা রিক্সা ভেঙে তৈরি করেন ভ্যান রিক্সা। নিজের যোগাযোগ নাম্বার ও অসহায় করোনা রোগীদের বিনামূল্যে হাসপাতাল নিয়ে যাওয়ার পরিষেবা দেওয়ার বোর্ড লাগিয়ে ভ্যান রিক্সা নিয়ে প্রতিদিনই দাঁড়িয়ে থাকেন বর্ধমান শহরের বাবুরবাগের নার্স কোয়াটার মোড়ে বকুলতলায়। করোনা আক্রান্ত কোন রোগীর পরিবার ফোনে যোগাযোগ করলেই ছোটেন তিনি রোগীকে বাড়ি থেকে হাসপাতালে পৌছে দেওয়ার জন্য। তাঁর এই অবদানকে সম্মান জানাতেই এদিন কোলকাতার কালীঘাটের স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা ছুটে এলেন বর্ধমানে।