অনেক সময় দেখা যায় একজনের আধার কার্ড ব্যবহার করে অপরিচিত অন্য কেউ সিম তুলে তা ব্যবহার করছে। অপরাধমূলক কার্যকলাপ চালানোর জন্য অপরাধীরা অনেক সময় এই পন্থা অবলম্বন করে থাকে। যার আধার কার্ড তিনি এই বিষয়ে কিছুই জানতে পারেন না। এই সমস্য দূর করতে সম্প্রতি টেলিকম ডিপার্টমেন্ট(DOT) একটি পোর্টাল চালু করেছে। এই পোর্টালের মাধ্যমে একটি আধার কার্ডের সঙ্গে কতগুলো মোবাইল কানেকশন নেওয়া আছে তা জানা যাবে। আপনার নামে অপরিচিত কোন মোবাইল কানেকশন নেওয়া থাকলে তা এই পোর্টালের মাধ্যমে টেলিকম বিভাগকে জানানোও যাবে এবং টেলিকম বিভাগ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। নিয়ম অনুযায়ী একটি আধার কার্ডে ৯টি মোবাইল কানেকশন রাখা যায়।

এই পোর্টালে লেখা আছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বাসিন্দারাই এই পরিষেবা পাবেন, কিন্তু পোর্টালের তথ্য নিয়মিত আপডেট হচ্ছে। ফলে অন্যান্য বেশ কিছু রাজ্যের তথ্যও মিলছে এই পোর্টাল থেকে। পশ্চিমবঙ্গের গ্রাহকদের তথ্যও মিলছে। বর্তমানে আপনার তথ্য না থাকলে আশা করা যায় খুব শীঘ্রই আপনার তথ্যও আপডেট হয়ে যাবে এই পোর্টালে।

এবার জেনে নিন কিভাবে আপনি জানতে পারবেন আপনার আধার কার্ডে কটা মোবাইল কানেকশন নেওয়া আছে….

১. https://tafcop.dgtelecom.gov.in পোর্টালে যান
২. আপনার মোবাইল নম্বর দিয়ে “Request OTP” বাটনে ক্লিক করুন
৩. পরের স্ক্রীনে আপনার মোবাইলে আসা OTP নম্বর দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন
৪. এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরগুলি স্ক্রীনে ভেসে উঠবে। আপনার নিজের নম্বরগুলির ক্ষেত্রে কিছু করার দরকার নেই। কোন অপরিচিত নম্বর আপনি এখান থেকেই টেলিকম বিভাগকে রিপোর্ট করতে পারবেন।

Like Us On Facebook