যাত্রী সেজে দূরপাল্লার বাসের যাত্রীদের ল্যাপটপ হাতিয়ে নেওয়ার চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। সোমবার সকালে বর্ধমান স্টেশন থেকে বিশ্বনাথ গোস্বামী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে পাঁচটি ল্যাপটপ উদ্ধার হয়। ধৃতের বাড়ি পশ্চিম বর্ধমানের লাউদহ থানার প্রতাপপুরে।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে শক্তিগড়ে ল্যাংচার দোকানের আশপাশে দাঁড়ানো বাস থেকে ল্যাপটপ সহ বিভিন্ন জিনিসপত্র চুরির অভিযোগ পাচ্ছিল পুলিশ। কলকাতা-আসানসোল সহ বিভিন্ন দূরপাল্লার বাসগুলি সাধারণত শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলিতে দাঁড়ায় ব্রেক নেওয়ার জন্য। সেই সময় যাত্রীরা বাস থেকে ল্যাংচা কিনতে নামলেই বাসের মধ্যে যাত্রী সেজে থাকা দুষ্কৃতীরা সেই সুযোগে যাত্রীদের ব্যাগ হাতিয়ে নিত। এই দুষ্কৃতী দলের এক পাণ্ডা বিশ্বনাথ গোস্বামীকে এদিন গ্রেফতার করে বর্ধমান পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হওয়া ল্যাপটপগুলি সে কলকাতায় বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল বলে পুলিশের দাবি।
পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কুণাল আগরওয়াল জানান, বর্ধমানে ২ নম্বর জাতীয় সড়কের শক্তিগড়ের ল্যাংচার দোকানে যখন দূরপাল্লার বাস যাত্রীরা বাস থেকে নেমে টিফিন করতে যেত তখনই যাত্রী সেজে বসে থাকা দুস্কৃতীরা ব্যাগ থেকে ল্যাপটপ নিয়ে চম্পট দিত। ধৃতকে সোমবার বর্ধমান আদালতে তোলা হয়।