বর্ধমানের রথতলা এলাকায় ভাইকে নৃশংসভাবে খুনের ঘটনায় ধৃত দাদা ও বৌদি। সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই খুন বলে পুলিশি জেরায় স্বীকার করেছে ধৃত দিলীপ পন্ডিত। ঘটনায় বৌদি নীলম পন্ডিতের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। বর্ধমান থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে সোমবার আদলতে তোলে। তদন্তকারী অফিসারের আবেদনে বিচারক ধৃতদের তিন দিন পুলিশ হেফাজত মঞ্জুর করেন।
উল্লেখ্য, মাকে নিয়ে ভাতছালা এলাকার বাড়িতে থাকতেন খুন হওয়া বিজয় পন্ডিত। তাঁর দাদা ও বৌদি রথতলার লিচুবাগান এলাকার বাড়িতে থাকতেন। শুক্রবার দিলীপ তাঁর বাচ্চাকে নিয়ে ভাতছালার বাড়িতে আসেন। সন্ধ্যায় বাইকে করে তাঁদের লিচুবাগানের বাড়িতে পৌঁছতে যান বিজয়। এরপর বিজয় আর বাড়ি ফেরেন নি। পরেরদিন সকালে দাদার বাড়িতে বিজয়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। মাথায় কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয় বিজয়কে। ঘটনার পরই সপরিবারে গা ঢাকা দেয় দিলীপ। মৃতের মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ দিলীপ ও নীলম পন্ডিতকে গ্রেফতার করে। শুধু সম্পত্তির কারণেই খুন নাকি খুনের পিছনে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।