রাজ্য ক্যারাটে প্রতিযোগিতায় ফ্রি স্টাইলে ৩২ কেজি বিভাগে রুপো পেল বর্ধমানের মেয়ে খুশি ভুতুরিয়া। শনিবার কলকাতায় অনুষ্ঠিত রাজ্য স্তরের এই প্রতিযোগিতায় বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী খুশি গতবারও এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্রোঞ্জ পদক জেতে। খুশির বাবা রাজা ভুতুরিয়া জানান, তৃতীয় শ্রেণির ছাত্রী থাকাকালীন খুশি ক্যারাটে শিখতে শুরু করে। গত ৪ বছর ধরে খুশি একের পর এক প্রতিযোগিতায় অংশ নিলেও গতবছর থেকেই সে রাজ্য প্রতিযোগিতায় নিজেকে মেলে ধরতে শুরু করেছে। গতবার ব্রোঞ্জ পদক পাওয়ার পর এবারে ৩২ কেজি গ্রুপে তার এই রুপো জয়ে খুশী তার প্রশিক্ষক দেবাশীষ মণ্ডলও।
Like Us On Facebook