নির্বাচনী লড়াই জমে উঠেছে। আর রাজনৈতিক দলের নির্বাচনী লড়াইয়ে বাক্য – কুবাক্যের মহড়ার মাঝেই এবার বাজারে চলে এল ‘খেলা হবে’ মিষ্টি। উদ্যোক্তা বর্ধমানের নেতাজী মিষ্টান্ন ভাণ্ডারের কর্ণধার সৌমেন দাস। তৃণমূলের জোড়া ফুল, বিজেপির পদ্মফুল আর খেলা হবে মিষ্টি নিয়ে এবার বাজার ধরার খেলায় মিষ্টান্ন ব্যবসায়ীদের নেমে পড়ায় কার্যতই হেঁসেল থেকে বাজার সরগরম এবার ২০২১-এর বিধানসভার রাজনীতি।
সৌমেনবাবু জানিয়েছেন, তাঁরা দেখছেন এবারের ভোটে লড়াই হবে তৃণমূল বনাম বিজেপির মধ্যে। তাই তৃণমূলের জোড়া ফুল আর বিজেপির প্রতীক পদ্ম মিষ্টি বানিয়েছেন তিনি। দুটি মিষ্টির স্বাদও আলাদা। তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের মিষ্টি তৈরি করা হয়েছে রাবড়ি দিয়ে। দাম প্রতি পিস ১০ টাকা। সে তুলনায় বিজেপির পদ্ম মিষ্টি তৈরি করেছেন খাঁটি নলেন গুড় দিয়ে। দামও তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল মিষ্টির থেকে বেশি। বিজেপির পদ্ম ফুল মিষ্টির দাম প্রতি পিস ১৫ টাকা। সৌমেনবাবু জানিয়েছেন, এই মিষ্টি তৈরি করার পর বাজারে ভালই সাড়া পড়েছে। বিক্রিও হচ্ছে ভালই। শুধু তৃণমূল বা বিজেপির প্রতীক মিষ্টিই নয় এর সঙ্গে এই দুইয়ের মিশ্রণে অর্থাৎ নলেন গুড় আর রাবড়ি দিয়ে তৈরি করেছেন এবারের ভোটে মুখে মুখে ফেরা শ্লোগান ‘খেলা হবে’ মিষ্টি। দাম রাখা হয়েছে প্রতি পিস ১০ টাকা। সৌমেনবাবু জানিয়েছেন, জোড়াফুল এবং বিজেপির পদ্ম প্রতীক দেওয়া মিষ্টির পাশাপাশি এই মুহূর্তে খেলা হবে মিষ্টির চাহিদাও তুঙ্গে।
এদিকে, তৃণমূলের প্রার্থী ঘোষণা করার পর গতকাল প্রথম রবিবাসরীয় প্রচারে সকাল থেকেই মাঠে নেমে পড়েন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। এখনও তৃণমূল এবং এসইউসিআই (কমিউনিষ্ট) ছাড়া অন্য কোন দল পূর্ব বর্ধমান জেলায় প্রার্থী তালিকা ঘোষণা করেনি। ফলে বেশ কিছুটা ফাঁকা মাঠেই গোল দেওয়ার মত তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা দ্রুত বিধানসভার এলাকাগুলিতে ঘুরে জনসংযোগ বাড়িয়ে চলেছেন। বর্ধমান দক্ষিণ কেন্দ্রের প্রার্থী খোকন দাস এদিনও সকাল থেকে লক্ষ্মীপুর মাঠ সহ একাধিক পাড়ায় গিয়ে প্রচার সেরেছেন। যদিও তারই মধ্যে শনিবার বর্ধমান শহরের ২৩নং ওয়ার্ডে বিজেপির দেওয়াল লিখনের উপর তৃণমূল কংগ্রেস ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ পোস্টার লাগিয়ে দেওয়ায় সাময়িক উত্তেজনা দেখা দেয়। বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে নোংরা রাজনীতি করার অভিযোগ তোলা হয়েছে। এরই পাশাপাশি এদিন গলসির তৃণমূল কংগ্রেস প্রার্থী নেপাল ঘড়ুইও গলসি এলাকায় প্রচার সেরেছেন। শনিবারই তিনি গলসি বিধানসভার কাঁকসা ব্লকে সেখানকার ব্লক নেতৃত্বদের সঙ্গে একপ্রস্থ বৈঠক করে মানভঞ্জন করেছেন। রায়নার প্রার্থী শম্পা ধাড়াও এদিন সকাল থেকে পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার চালিয়েছেন। বাদ নেই খণ্ডঘোষের বিধায়ক নবীন বাগ থেকে মেমারির প্রার্থী মধুসূদন ভট্টাচার্য, বর্ধমান উত্তরের প্রার্থী নিশীথ মালিক, জামালপুরের প্রার্থী অলোক মাঝিও। যেহেতু এখনও বিরোধী বিজেপি কিংবা সংযুক্ত মোর্চার প্রার্থী তালিকা ঘোষণা হয়নি – তাই অনেকেই মুখিয়ে রয়েছেন কার সঙ্গে কার লড়াই হতে চলেছে তা নিয়ে।