ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক তরুণের। ঘটনাটি ঘটেছে ইন্দাসের শাঁকরুল স্টেশনের কাছে। মৃত তরুণের নাম সদয় যশ (১৭)। বাড়ি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বেড়ুগ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক পাশ ওই তরুণ মঙ্গলবার সকালে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর বেলা ন’টা নাগাদ বিডিআর লাইনের শাঁকরুল স্টেশনের কাছে ট্রেনে মাথা দেয় সদয়। তার দ্বিখণ্ডিত দেহ উদ্ধারের ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ঘটনার কথা জানতে পারেন। মৃতের কাকা অলোক যশ জানান, সদয় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল। মাঝেমধ্যেই সে বাড়িতে আত্মহত্যা করার কথা বলত। এদিন সকালে সে বাড়িতে কিছু না জানিয়ে সাইকেল নিয়ে বের হয়। এরপর গিয়ে ট্রেনে মাথা দেয়। ঘটনায় শোকস্তব্ধ পরিবার, গ্রামে শোকের ছায়া নেমে আসে।
Like Us On Facebook