.
দিনে দুপুরে অভিনব কায়দায় কেপমারি বর্ধমানের রাজবাটি চত্বরে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মী লক্ষী মণ্ডল রাউত সোমবার দুপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের রাজবাটি শাখা থেকে ১১ হাজার টাকা তুলে স্কুটিতে চাপার সময় দু’জন যুবক তাঁকে বলেন গাড়ির নীচে টাকা পরে আছে। ওই ছড়ানো টাকা তুলতে গিয়েই বিপত্তি। ওই সময় সুযোগ বুঝে স্কুটিতে রাখা লক্ষ্মীদেবীর ব্যাগ থেকে ব্যাঙ্কের তোলা ১১ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতি। লক্ষীদেবী ব্যাঙ্কে জানানোর পাশাপাশি বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানান।
Like Us On Facebook