দেশের ক্রিকেটের ভবিষ্যত উজ্জ্বল – বর্ধমানে মন্তব্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিলদেবের। এদিন বর্ধমানের নীলপুরে একটি ক্রিকেট টুর্নামেন্টে অতিথি হিসেবে এসেছিলেন তিনি। এদিন উপস্থিত দর্শকদের মধ্যে কপিলদেবকে নিয়ে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

উল্লেখ্য, ২৪ জানুয়ারি বর্ধমানের বিবেকানন্দ কলেজ সংলগ্ন মালির মাঠে উদ্বোধন হয় রাজনন্দিনী কাপ-২০১৯। উদ্বোধন করেন জিৎ গাঙ্গুলি। প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ১৬টি দল অংশ নিচ্ছে। আজ, ২৫ জানুয়ারি থেকে এই টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টের খেলাগুলি শুরু হয়েছে। ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। শুক্রবার এই প্রতিযোগিতায় অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিলদেবে। গত কয়েক বছর ধরে চলা বিবেকানন্দ কলেজ সংলগ্ন মালির মাঠের এই টুর্নামেন্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।


Courtesy: Rajnandini Facebook Page

Like Us On Facebook