এবার খোদ বর্ধমান শহরে নাবালিকার বিয়ে রুখল কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। বর্ধমানের টাউনহল পাড়ায় ছিল বিয়ের আসর। বর্ধমান বিবেকানন্দ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীর বিয়ে হচ্ছিল বর্ধমান শহরের কালনাগেট এলাকায়।

বাড়িতে বিয়ের প্যান্ডেল পড়েছিল। হাজির আত্মীয় স্বজন সকলেই। খাওয়ার আয়োজনও চলছিল জোরকদমে। এরই মাঝে সহপাঠীর বিয়ে আয়োজনের কথা জানতে পারে বর্ধমান বিবেকানন্দ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীরা। তৎক্ষণাৎ স্কুলের প্রধান শিক্ষিকাকে গোটা বিষয়টি জানায় তারা। প্রধান শিক্ষিকা খবর দেন চাইল্ড লাইন ও বর্ধমান থানায়। বৃহস্পতিবার চাইল্ড লাইনের প্রতিনিধি ও পুলিশ প্রশাসন বাড়িতে গিয়ে ওই ছাত্রীর বিয়ে বন্ধ করে। কন্যাশ্রী ক্লাবের সদস্যদের প্রচেষ্টাতেই ফের এক নাবালিকার বিয়ে আটকাতে সমর্থ হল প্রশাসন।

Like Us On Facebook