বাংলা নববর্ষে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নতুন উপহার কন্যাশ্রী ক্যালেণ্ডার। প্রশাসনিক স্তরে রাজ্যের মধ্যে পূর্ব বর্ধমানেই এই প্রথম চালু হল অভিনব এই বাংলা ক্যালেণ্ডার। জেলার কন্যাশ্রী ক্লাবের সদস্যদের নিয়ে সারা বছর যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই ক্যালেণ্ডারের প্রতি পাতায় ছবি সহ সেই সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে। ইতিমধ্যেই কন্যাশ্রীর মেয়েদের হাতে তৈরি বিভিন্ন ধরণের কেক গোটা জেলায় সুনাম কুড়িয়েছে। আর প্রশাসনের তরফে সোমবার প্রকাশিত হওয়া এই কন্যাশ্রী ক্যালেণ্ডারে তুলে ধরা হয়েছে বাল্য বিবাহ রোধের বার্তা থেকে শুরু করে আত্মরক্ষার ক্ষেত্রে কন্যাশ্রী মেয়েদের প্রত্যয়ের কথা।
১২ মাসের এই ক্যালেন্ডারে প্রতি মাসের পাতায় কন্যাশ্রীরা বার্তা দিয়েছে সমাজের বিভিন্ন দিকের। রয়েছে বিভিন্ন রোগব্যাধি সম্পর্কে সচেতনতামূলক বার্তা। সাপে কামড়ানোর মত ঘটনায় ওঝা নয়, সরাসরি হাসপাতালে নিয়ে যাবার জন্য উপদেশ। রয়েছে সেফ ড্রাইভ, সেভ লাইফের কথা। ছেলে ও মেয়েদের মধ্যে কোনো ফারাক না রাখার বার্তাও দেওয়া হয়েছে এই ক্যালেন্ডারে। রয়েছে বিজ্ঞানসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের কথাও। এছাড়াও এই বারোমাসের ক্যালেণ্ডারে রয়েছে নিজেদের সুরক্ষিত করার ডাক। জানান হয়েছে জীবনকে পূর্ণ বিকশিত করতে সঠিক পুষ্টি ও সুস্থ মনের প্রয়োজনীয়তার কথা। কন্যাশ্রীর এই ক্যালেণ্ডারে জোড় দেওয়া হয়েছে কেরিয়ার কাউন্সেলিং-এর ওপরও। জেলা কন্যাশ্রী দপ্তর সূত্রে জানা গেছে, এই প্রথম কন্যাশ্রী প্রকল্পকে নিয়ে সার্বিক বাংলা ক্যালেণ্ডার প্রকাশ করা হল জেলা স্তরে।