লং মার্চ কর্মসূচিতে বুধবার রাতে বুদবুদের হিন্দি হাই স্কুলের মাঠে এক জনসভায় বক্তব্য রাখলেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা কানহাইয়া কুমার। এদিন সভা হওয়ার কথা ছিল সন্ধে ৭ টায়। বিতর্কিত এই ছাত্র নেতার বক্তব্য শোনার জন্য প্রচুর মানুষ অপেক্ষায় ছিলেন। কিন্তু কানহাইয়া কুমার আসেন রাত্রি সাড়ে দশটায়। দীর্ঘ সময় মানুষ বসে থাকেন এই তরুন তুর্কি নেতার জ্বালামুখী বক্তব্য শোনার জন্য। এদিন বক্তব্য রাখতে গিয়ে আগাগোড়া বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই আক্রমণ করেন কানহাইয়া কুমার। সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি কারি দল বলেও বিজেপিকে তীব্র আক্রমণ করেন কানহাইয়া কুমার। আজ বৃহস্পতিবার আসানসোলের বার্নপুরে কানহাইয়ার লং মার্চ শেষ হচ্ছে। বিজেপি জেলা নেতৃত্ব দলীয় পতাকা নিয়ে কানহাইয়াকে বাধা দিতে গিয়ে কানহাইয়াকে বাড়তি মিডিয়া মাইলেজ দিতে নারাজ। তবু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা কোন ঝুঁকি নিতে নারাজ। পুলিশ আধিকারিকরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে সতর্ক নজর রাখছেন পরিস্থিতির উপর বলে খবর।

Like Us On Facebook