ঠিকমত পড়াশোনা না করায় মায়ের বকাবকির জেরে বিষ খেয়ে আত্মঘাতী হল বি.এ দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। মৃতার নাম লায়লা খাতুন (১৮)। বাড়ি কেতুগ্রামের চড়কি এলাকায়।
লায়লা কাঁদরা কলেজের বি.এ. দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। মৃতের মামা মোসারুল মল্লিক জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই লায়লা পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠেছিল। তা নিয়ে মা বকাবকি করার জেরে গত বুধবার সন্ধ্যায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে কাটোয়া এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
Like Us On Facebook