.
রবিবার বর্ধমানের কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী কালীমন্দির প্রাঙ্গণে শুরু হল ১২ তম কাঞ্চন উৎসব। উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের দুই চিত্রতারকা সুনীল শেট্টি এবং রবিনা ট্যাণ্ডন সহ রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফততরের মন্ত্রী স্বপন দেবনাথ, মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু সহ বহু বিশিষ্ট মানুষজন। এদিন বর্ধমান কাঞ্চন উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে এই দুই চিত্রতারকাকে দেখতে ভিড় উপচে পড়ে। ব্যাপক জনতার চাপ সামলাতে হিমসিম খেতে হয় উৎসবের উদ্যোক্তাদের। জনতার আবদার মেটাতে এদিন এই দুই শিল্পী গান গাইলেন, বিখ্যাত কয়েকটি সিনেমার ডায়লগও শোনালেন। মেলা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
Like Us On Facebook