পুরানো চারচাকা গাড়ি কিনে তা চালাতে গিয়ে পথ দুর্ঘটনায় জখম হওয়া ‘কাঁচা বাদাম’ গানের স্রষ্টা ভুবন বাদ্যকারের প্রাথমিক চিকিৎসা করা হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। সোমবার বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলের কুড়ালজুড়িতে নিজের বাড়ির কাছেই একটি পুরানো চারচাকা গাড়ি চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনায় আহত হন ভাইরাল হওয়া কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর। তাঁকে প্রথমে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মঙ্গলবার ভোরে তাঁকে নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
Like Us On Facebook