ঐতিহ্য ধরে রাখল বর্ধমানের কল্যাণ স্মৃতি সংঘ। রবিবার দর্শকে পরিপূর্ণ বর্ধমানের রাধারাণী স্টেডিয়ামে সুবোধ মেমোরিয়াল চ্যালেঞ্জ কাপ ফাইনালে চ্যাম্পিয়ন হল গতবারের চ্যাম্পিয়ন কল্যাণ স্মৃতি সংঘ। সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি, কখনও কখনও বৃষ্টির প্রাবল্য বাড়লেও এদিন লড়াইয়ের কোনো খামতি ছিল না কল্যাণ স্মৃতি সংঘ বনাম সেন্টার অফ ইয়ং সোসাইটির খেলোয়াড়দের। শুধু তাই নয়, অনেকদিন পর বর্ধমানে খেলার মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতিও এদিন খেলার মানকে আরও বাড়িয়ে দেয়। দফায় দফায় উভয়পক্ষই গোলের সুযোগ যখনই পেয়েছেন দর্শকরা চিৎকার করেছেন, উৎসাহ দিয়েছেন। দুপক্ষই জয়ের জন্য একাধিক সুযোগ নষ্ট করে। খেলার দ্বিতীয়ার্ধে ইয়ং সোসাইটির বক্সের বাইরে থেকে ফ্রি কিকে একমাত্র গোলটি করেন কল্যাণ স্মৃতি সংঘের সৈকত দত্ত। রীতিমত টানটান উত্তেজনার মধ্যে খেলা গড়িয়েছে। বিশেষ করে নজর কেড়েছে সেন্টার অফ ইয়ং সোসাইটির ফরোয়ার্ড বিশ্বজিত বিশ্বাস। যখনই বল ধরেছেন, তখনই আক্রমণে গতি এসেছে। খেলার প্রায় শেষ পর্বে সেন্টার অফ ইয়ং সোসাইটির একটি গোল বাতিল হয় অফ্ সাইডের জন্য। এই ক্ষেত্রে সঠিক সময়ে লাইন্সম্যান পতাকা দেখালেও তা মানতে চায়নি ইয়ং সোসাইটির ফুটবলাররা। তাদের ফুটবলার জিয়ারাত মণ্ডল অফ্ সাইডের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে লাইন্সম্যানকে ধাক্কা দেয়। রেফারী তাকে লাল কার্ড দেখান। সেন্টার অফ ইয়ং সোসাইটির কোচ গৌতম সরকার জানান, বর্ধমানের মান অনুযায়ী রেফারিং ঠিকই ছিল। তবে তাদের দলের একটি ন্যায্য গোল অফ সাইডের জন্য বাতিল করা হয়েছে।

Like Us On Facebook