ফাইল চিত্র

স্কুলে মিড-ডে মিল খাওয়ার পর প্রায় ৫৪ জন পড়ুয়া অসুস্থ হয়ে কালনা হাসপাতালে ভর্তি হল। ঘটনার খবর পেয়ে বুধবার রাতে মন্ত্রী স্বপন দেবনাথ, স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ দত্ত, কালনা পুরসভার চেয়ারম্যান সহ প্রশাসনিক আধিকারিকরা হাসপাতালে পৌঁছান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার কালনার বাঘনাপাড়া বগলাদর্শ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা পাঁচ রকম সবজির তরকারি দিয়ে মিড-ডে মিল খায়। মঙ্গলবারই কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। কিন্তু বুধবার সন্ধ্যা থেকে জ্বর, বমি সহ অন্যান্য উপসর্গ নিয়ে পড়ুয়ারা কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হতে থাকে। বুধবার রাত পর্যন্ত প্রায় ৫৪ জন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে মন্ত্রী স্বপন দেবনাথ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ও প্রশাসনিক আধিকারিকরা কালনা হাসপাতালে গিয়ে পড়ুয়াদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেন। স্থানীয় মানুষজনের অভিযোগ, মিড-ডে মিলের খাবারে বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে। কি কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে প্রশাসন।

Like Us On Facebook