.

শনিবার লাউদোহার আমলোকা গ্রামে আমলোকা চেতনা সংঘের পরিচালনায় একদিন ব্যাপি কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় পশ্চিম বর্ধমানের বিভিন্ন টিম সহ কলকাতা, বিহার ও ঝাড়খণ্ডের ১৬টি দল অংশ নেয়। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় দুর্গাপুরের পলাশবনির কবাডি টিম এবং রানার আপ হয় জামতাড়ার কবাডি টিম। এই প্রতিযোগিতা উপলক্ষে দুর্গাপুর মহকুমার বিভিন্ন প্রথিতযশা কবাডি খেলোয়াড়দের সম্বর্ধনা দেওয়া হয়। জানা গেছে, প্রো-কবাডি লিগের দল দাবাং দিল্লির খেলোয়াড় তাপস পাল উপস্থিত হয়ে বিভিন্ন দলের খেলোয়াড়দের উৎসাহিত করেন।

Like Us On Facebook