হস্টেলে মেয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ট্রেনে মানিব্যাগ হারিয়েছিলেন বর্ধমান টাউন স্কুলের প্রধান শিক্ষক তুষারকান্তি মুখোপাধ্যায়। এরপর ট্রেন থেকে নেমে বাসে ওঠেন তুষারবাবু। তখনও তিনিখেল করেননি পকেটে মানিব্যাগ নেই। এরপরই তাঁর মোবাইলে ফোন করে একজন জানান মানিব্যাগটি তিনি ট্রেনে পেয়েছেন ফেরত দিতে চান।
টাউন স্কুলের প্রধান শিক্ষক তুষারকান্তি মুখোপাধ্যায় রবিবার কল্যাণী যাওয়ার পথে মানিব্যাগটি খুইয়েছিলেন। ট্রেনের সিটের নীচে পড়ে গিয়েছিল মানিব্যাগটি। মগরায় তুষারবাবু নেমে যাওয়ার পর মগরার বাসিন্দা জুটমিল কর্মী পার্থ নাথ ওই সিটে বসতে গিয়ে সিটের নীচে মানিব্যাগটি দেখতে পান। মানিব্যাগটি কুড়িয়ে ভিতরে থাকা ফোন নম্বরে ফোন করে তিনি তুষারবাবুকে ব্যাগ পাওয়ার কথা জানান। এবং শ্রীরামপুরের জুটমিলে এসে তাঁর মানিব্যাগ ফেরত নিয়ে যাওয়ার জন্য বলেন। এরপর তুষারবাবু ওই জুটমিলে গিয়ে সকল কর্মীদের সামনে পার্থ নাথের কাছ থেকে মানিব্যাগ ফেরত নেন। তুষারবাবুর মানিব্যাগে কয়েক হাজার টাকা ছাড়াও কিছু জরুরি কাগজপত্র ছিল। সেগুলি না পেলে তিনি সমস্যায় পড়তেন। মানিব্যাগ ফেরত পেয়ে পার্থবাবুকে ধন্যবাদ জানান তুষারবাবু।