শনিবার বর্ধমানে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর বিজেপির সর্বভারতীয় সভাপতির বর্ধমান সফরকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক পারদের উঠানামা। খোদ বিজেপির দলীয় সূত্রে জানা গেছে, ওইদিন একাধিক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিতে পারেন। বৃহস্পতিবার বিজেপির জেলা সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠকে জেপি নাড্ডার বর্ধমান সফর নিয়ে বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় জানান, অন্যান্যবারের মতই জেপি নাড্ডার সফর নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে তৃণমূলে। তাই বর্ধমান শহরে তাঁর রোড শো-র জায়গা বদল করতে হয়েছে।
রাজু বন্দোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা চেয়েছিলেন বর্ধমান শহরের বিসি রোডে প্রায় ১.৩ কিমি রাস্তায় জেপি নাড্ডার রোড শো করবেন। সেই মর্মে তাঁরা জেলা প্রশাসনের কাছে আবেদনও করেছিলেন। কিন্তু রাজ্যে যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই বর্ধমান জেলা পুলিশ তা স্বীকার করে নিয়েছেন। এদিন সাংবাদিক বৈঠকে হাজির থাকা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানান, জেলা পুলিশ জানিয়েছেন, তাঁরা জেপি নাড্ডার বিসি রোডে পদযাত্রার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে না। এদিন সাংবাদিক বৈঠক সেরেই নতুন রোড শো-এর জায়গা ঠিক করতে রাস্তায় হাঁটেন রাজু বন্দ্যোপাধ্যায়, সুকান্ত মজুমদার, জেলা বিজেপির সভাপতি সন্দীপ নন্দী, যুব নেতা শ্যামল রায় প্রমুখ। কার্জন গেটে এসে সুকান্তবাবু জানিয়েছেন, জেলা প্রশাসনের এই ব্যর্থতার জন্য তাঁরা জেপি নাড্ডার রোড শো বিসি রোডের পরিবর্তে বীরহাটা থেকে কার্জন গেট প্রায় ১ কিমি করবেন। উল্লেখ্য, এদিন তাঁরা জানিয়েছেন, শনিবার জেপি নাড্ডা কাটোয়া যাবেন। সেখানে মন্দিরে পুজো এবং একটি সভা করার পর বর্ধমানে আসবেন।