একশো দিনের কাজের দুর্নীতি নিয়ে সরব হল বুদবুদের খান্ডারী গ্রামের মানুষ। সোমবার কোটা পঞ্চায়েতের খান্ডারী গ্রামের প্রায় দেড়শো জব কার্ড হোল্ডার একজোট হয়ে পঞ্চায়েতে লিখিতভাবে ফের একশো দিনের কাজ শুরু সহ সব বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানান। পঞ্চায়েত প্রধান আলাউদ্দিন মন্ডল জব কার্ড হোল্ডারদের একশো দিনের কাজের বকেয়া না দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।
Like Us On Facebook