শুক্রবার বর্ধমানে মোদী ফেস্টের উদ্ধোধন করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। শনিবার সকাল থেকেই দলীয় একগুচ্ছ প্রকল্পে তিনি অংশ নেন। তারপর দুপুরে বর্ধমানের খণ্ডঘোষের শাঁখারী গ্রামের শম্ভুনাথ পুইলের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তার সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী। শাক, ডাল তিন চার রকমের ভাজা, পোস্ত, পোস্তর বড়া, শুক্তো তো ছিলই। শেষ পাতে ছিল চাটনী, দই আর রসগোল্লা। কলাপাতায় আহার শেষে মুখ্যমন্ত্রী রঘুবর দাস জানান খুব তৃপ্তি করে দুপুরের আহার হয়েছে। খাওয়া শেষে তিনি শাঁকারী গ্রামেই হেলিকপ্টারে চড়ে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেন।
Like Us On Facebook