প্রিন্সিপ্যালকে ঘেরাও করে অন্যায় আবদার নিয়ে আন্দোলন দল মেনে নেবে না এবং বর্ধমানের রাজ কলেজে বিক্ষোভের নামে অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি জয়া দত্ত। গত মঙ্গলবার জিএস সুরজ ঘোষের নেতৃত্বে কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডলের ঘরে ঢুকে স্মারকলিপি দেওয়ার নামে অশালীন আচরণের অভিযোগ ওঠে। এমনকি বেশ কিছুদিন আগে সুরজ ঘোষের বিরুদ্ধে অধ্যক্ষের করা মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ। এ ব্যাপারে অধ্যক্ষ বুধবার জিএস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং ছাত্রদের মদত দেবার অভিযোগে কলেজে অধ্যাপক ডারকেশ্বর মণ্ডল ও এক বহিরাগতের বিরুদ্ধে অভিযোগ করেন বর্ধমান থানায়।
রাজকলেজে অশান্তির পরিপেক্ষিতে শুক্রবার বর্ধমানের রাজ কলেজে যান টিএমসিপি’র রাজ্য সভানেত্রী জয়া দত্ত। তিনি বলেন বিক্ষোভের নামে কলেজের অধ্যক্ষের ঘরে ঢুকে অন্যায় দাবী বা আবদার চলবে না। দল এই ধরণের ঘটনাকে প্রশ্রয় দেয় না। ছাত্ররা কেন এরকম আচরণ করল তা জানতে চেয়েছি। এই বিষয়ে কলেজের অধ্যক্ষকেও পরিস্কার বলা হয়েছে ছাত্রদের অনৈতিক দাবিকে কখনও প্রশ্রয় দেবেন না। তিনি জানান দুপক্ষের সঙ্গেই তিনি মঙ্গলবারের ঘটনা নিয়ে কথা বলেছেন। গোটা বিষয়টি তিনি রাজ্যের শিক্ষামন্ত্রীকে জানাবেন। পাশাপাশি তিনি মামলা বা অভিযোগ নিয়ে বলেন বিষয়টি আইনের ব্যাপার। সুতরাং আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরোও বলেন জিএস-এর নামে অভিযোগের সত্যতা প্রমান হলে দলগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জানান প্রিন্সিপ্যাল তার বিরুদ্ধে সাজিয়ে বলছেন। আমরা সত্যের পথে হেঁটেছি। রাজ্য সভাপতি যেটা বিচার করবেন সেটাই হবে।অন্যদিকে তারকেশ্বরবাবু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কিছুদিন আগেও ছাত্রদের দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করানো হয়েছিল। পরে ছাত্ররা প্রত্যাহার করে নেয়। এব্যাপারে আমি জেলাশাশককে জানিয়েছি।