জেলাওয়াড়ি সেন্ট্রাল জেলগুলির পরিকাঠামোকে বাড়িয়ে তোলার কাজ শুরু হয়েছে। শুক্রবার বর্ধমানের কেন্দ্রীয় সংশোধনাগারে পুরুষ কারারক্ষীদের জন্য তিনতলা আবাসের উদ্বোধন করতে এসে কারা বিভাগের ডিজি অরুণ কুমার গুপ্তা জানিয়েছেন, আস্তে আস্তে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের পরিকাঠামোকে বাড়িয়ে তোলা হচ্ছে।

বর্ধমানের এই নবনির্মিত কারারক্ষী আবাসের জন্য খরচ পড়েছে ১ কোটি ৮ লক্ষ টাকা। আগামী ১ বছরের মধ্যে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার এলাকায় তৈরি করা হবে মহিলা ব্যারাক এবং ডিআইজি (কারা) ভবন। ডিআইজি ভবনের জন্য বরাদ্দ হয়েছে ১ কোটি ৪৮ লক্ষ টাকা। বর্তমানে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছে ৬৫৭জন বন্দি। মোট কারারক্ষীদের সংখ্যা ৮০। তিনি জানিয়েছেন, এই কারাকর্মীদের সংখ্যাও বাড়ানো হচ্ছে। একইসঙ্গে বন্দিদের সংখ্যাও বাড়বে।

এদিন ডিজি স্বীকার করেছেন, জেলখানাগুলিতে বন্দিদের হাতে মোবাইল ফোন থাকা একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারা দপ্তরের কাছে। দমদম সেন্ট্রাল জেলের মত কয়েকটি জেলখানায় বন্দিদের নানাবিধ হস্তশিল্পের কাজ শুরু করলেও বর্ধমানে ম্যানুফ্যাকচারিং ইউনিট না থাকায় এখনও তা করা যায়নি। তবে তাঁরা চেষ্টা করছেন বর্ধমানে হ্যাণ্ডলুম তথা তাঁতের কাজ শুরু করার। এরই পাশাপাশি জুট এবং কাঠের কাজও করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন ডিজির পাশাপাশি হাজির ছিলেন ডিআইজি (কারা) বর্ধমান রেঞ্জ নবীন সাহা, বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার শুভেন্দুকৃষ্ণ ঘোষ, বর্ধমান জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়াল, অতিরিক্ত জেলাশাসক (কারা) নিখিল নির্মল প্রমুখ।


Like Us On Facebook