Photo collected from internet

আইপিএলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বর্ধমানে বেটিং চালানোর অভিযোগে শহরের মেহেদিবাগান এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে বর্ধমান থানার পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে ৪টি মোবাইল ফোন, প্রায় ৫০ হাজার টাকা। অভিযুক্তদের মধ্যে তুলসী দাসের বাড়ি লক্ষ্মীপুর মাঠ, কলেজ মোড় এলাকায় এবং অপর অভিযুক্তের নাম বিপ্লব ঘোষ, বাড়ি গলসি থানা এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ক্রিকেটের চূড়ান্ত পর্বের খেলা। আর এই খেলাকে কেন্দ্র করে টুর্নামেন্টের শুরু থেকেই গোটা জেলা জুড়েই বেটিং চক্র সক্রিয় হয়ে উঠেছিল। এর আগে মেমারি থেকে বেটিং চক্রের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল মেমারি থানার পুলিশ। পরে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বর্ধমানের আরও কয়েকজনকে ধরে পুলিশ। আর এদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শহরের মেহেদিবাগান, লক্ষীপুর মাঠ, জোড়ামন্দির ইত্যাদি জায়গায় অভিযান চালায়।

Like Us On Facebook