কুলটির ওয়াগন কারখানায় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র আন্দোলনের জেরে থমকে যেতে বসেছে 120 কোটি টাকা প্রকল্প। স্থানীয় বেকার যুবকদের কাজের দাবিতে কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে কংগ্রেসের শ্রমিক সংগঠন। আন্দোলন কারী দের দাবি স্থানীয় যুবকদের কাজে না নিলে উৎপাদন শুরু করতে দেওয়া হবে না। এই ব্যপারে কারখানা কতৃপক্ষ চিন্তিত।