আন্তরাজ্য কেপমারি চক্রের দুই পান্ডাকে মধ্যপ্রদেশের বুরহানপুর থেকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। কখনও পুলিশ, কখনও সিবিআই আবার কখনও কাস্টমস অফিসার পরিচয় দিয়ে বর্ধমান শহরে বেশ কয়েকটি কেপমারির ঘটনায় পুলিশের ঘুম কেড়ে নেয় এই চক্রটি। তদন্তে নেমে বিভিন্ন ঘটনাস্থল সহ জাতীয় সড়কের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ এই চক্রটির সন্ধান পায়।
বেশ কিছুদিন ধরে বর্ধমান শহর সহ পার্শ্ববর্তী বিভিন্ন শহরে পুলিশ, সিবিআই বা কাস্টমস অফিসার পরিচয় দিয়ে কেপমারির ঘটনায় পুলিশের ঘুম ছুটেছিল। বিভিন্ন ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে পুলিশ দেখে দুষ্কৃতিরা ক্রাইম করে বাইকে করে পালাচ্ছে। এরপরই পুলিশ বাইকের সূত্র খুজে পেতে রাস্তার ধারে থাকা বিভিন্ন সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। একদিকে রানীগঞ্জ অন্যদিকে ধূলাগড় পর্যন্ত্য সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সিসিটিভির ফুটেজে দেখা যায় এরা চারচাকা গাড়ি দুরে দাঁড় করিয়ে রেখে বাইকে করে ক্রাইম করে বাইক চারচাকা গাড়িতে তুলে চম্পট দিচ্ছে। সিসিটিভির ফুটেজ থেকে চারচাকার নাম্বার পেয়ে পুলিশ দেখে গাড়িটি মধ্যপ্রদেশের। এরপরই গাড়ির সূত্র ধরে মধ্যপ্রদেশে গাড়ির মালিকের বাড়িতে হানা দেয় বর্ধমান থানার পুলিশ। সেখানে গাড়ির মালিকের ছেলেকে পুলিশ গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞসাবাদ করে আরও একজনকে গ্রেফতার করে। পুলিস জানতে পেরেছে ঘটনার সাথে ৫-৬ জন জড়িত। পাশাপাশি স্থানীয় কয়েকজনও জড়িত আছে বলে জানতে পেরেছে পুলিশ। বাকীদের ধরতে তল্লাসি চালাচ্ছে পুলিশ।