দুই বর্ধমান জেলায় জনস্বাস্থ্য ও কারিগরী দপ্তরের প্রথম পরিদর্শন বাংলোর উদ্বোধন হল রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে। বর্ধমানের নবাবহাটে প্রায় ১ কোটি ৪৯ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক এই পরিদর্শন বাংলো সহ জল পরীক্ষাগারের উদ্বোধন করলেন সুব্রত মুখোপাধ্যায়। বুধবার কলকাতা থেকে আসানসোল যাবার পথে সুব্রত মুখোপাধ্যায় এই পরিদর্শন বাংলোর উদ্বোধন করে যান।

এদিন সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, গোটা রাজ্য জুড়েই জেলায় জেলায় প্রচুর প্রকল্পের কাজ করা হচ্ছে। আর এই প্রকল্পের কাজ করতে তাই মাঝে মাঝেই রাত্রি যাপনের দরকার পড়ে আধিকারিকদের। অনেক সময় কয়েকদিন তাঁদের প্রকল্প এলাকায় থাকতেও হয়। তাই প্রতিটি জেলায় এই ধরণের পরিদর্শন বাংলো তৈরি করা হচ্ছে। দুই বর্ধমান জেলায় এটিই প্রথম এই দপ্তরের পরিদর্শন বাংলো। সুব্রতবাবু জানিয়েছেন, কালনা ও কাটোয়ার গঙ্গা তীরবর্তী এলাকায় আরও একটি এই ধরণের বাংলো তাঁরা তৈরি করতে চলেছেন। এছাড়াও দুটি ছোট পরিদর্শন বাংলোও তৈরি করা হবে বর্ধমান জেলায়।

সুব্রতবাবু এদিন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী চান বাংলার প্রতিটি মানুষ পরিশুদ্ধ পানীয় জল খান। তাই গোটা রাজ্য জুড়েই পানীয় জল প্রকল্পের কাজ চলছে। প্রসঙ্গত, এদিন তিনি জানিয়েছেন, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতেও বেশ কয়েকটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি জানান, ফ্লোরাইড, আর্সেনিক বা লবণাক্ত এলাকায় পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের এই কাজ তৃণমূল সরকারের আমলে প্রায় ৬০ শতাংশ সম্পন্ন করা গেছে। তিনি জানান, বর্ধমানের দামোদরের জল থেকেও একটি পরিশুদ্ধ পানীয় জল প্রকল্পের প্রস্তাব জমা পড়েছে। সেই কাজও তাঁরা করবেন।

এদিন এই পরিদর্শন বাংলোর উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্য পঞ্চায়েত দপ্তরের সচীব সৌরভ দাস, বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা পরিষদ দপ্তরের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ গার্গী নাহা সহ অন্যান্য আধিকারকরাও। অপরদিকে, এদিন সুব্রতবাবু জানিয়েছেন, ভাতার থানার ওড়গ্রাম সমন্বয়ী প্রকল্পকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছেন তাঁরা। খুব শীঘ্রই তিনি সহ রাজ্যের একটি প্রতিনিধি ওই প্রকল্প এলাকা পরিদর্শন করবেন।


Like Us On Facebook