.
জখম একটি শেয়াল উদ্ধার করে বর্ধমানে বনদফতরের হাতে তুলে দিল একটি পশুপ্রেমী সংস্থা। প্রাথমিকভাবে চিকিৎসার পর শেয়ালটি সুস্থ আছে বলে জানা গেছে। বুধবার বর্ধমান কৃষি খামার সংলগ্ন কপিবাগান এলাকায় শেয়ালটিকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। শেয়ালটির পিছনের পা ও সামনের পায়ে আঘাত ছিল। রাস্তা পারাপারের সময় সম্ভবত কোন গাড়ির ধাক্কায় শেয়ালটি জখম হয় বলে মনে করছেন স্থানীয়রা। এরপর স্থানীয় মানুষজন বর্ধমানের একটি পশুপ্রেমী সংস্থাকে খবর দেন। পরে ওই পশুপ্রেমী সংস্থাটি জখম শেয়ালটিকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দেয়। সেখানেই শুরু হয় সেটির চিকিৎসা। বনদফতর সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসার পর শেয়ালটি সুস্থ আছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে শেয়ালটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনদফতরের রেঞ্জ অফিসার জগবন্ধু দে।
Like Us On Facebook