মঙ্গলবার ডিভিসির সেচ ক্যানেলের বাঁধ ভেঙ্গে নবাবহাট ও ঝিঙুটির একরের পর একর জমি প্লাবিত হয়ে যায়। ফসল নষ্ট হয়ার আশঙ্কা তৈরি হয় চাষীদের মধ্যে। দ্রুত বাঁধ মেরামতি না করলে অন্যান্য জমি গুলিও ভেসে যাবে এই মর্মে চাষীরা আবেদন জানান বর্ধমান ১ নং পঞ্চায়েত সমিতির কাছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান বর্ধমান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনি দাস রজক। কথা বলেন সেচ দপ্তরের সঙ্গেও। কিন্তু ততক্ষণে রাত হয়ে যাওয়ায় আর এগোনো যায় নি। বুধবার সকাল হতেই বাঁধ মেরামতির কাজ শুরু করা হয়। দাঁড়িয়ে থেকে তদারকি করেন সভাপতি নিজেই।