বর্ধমান শহরের কালনা গেট আণ্ডারপাসে জলভর্তি হয়ে থাকায় সাধারণ মানুষের চরম সমস্যা চলছিল বিগত বহুদিন ধরেই। অবশেষে মঙ্গলবার বর্ধমান পুরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর তথা জলবিভাগের দায়িত্বে থাকা কাউন্সিলর মহম্মদ আলির উদ্যোগে আণ্ডারপাসে দীর্ঘদিন ধরে জমে থাকা জল পরিষ্কার করার কাজে হাত দেওয়া হল। মহম্মদ আলি জানিয়েছেন, একটা সময় কালনা রেলগেটের ওপর দিয়ে যাতায়াত করার জন্য কার্যত প্রায় প্রতিদিনই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর ঘটনা আকছার হয়ে উঠেছিল। এরপর এই আণ্ডারপাস চালু করা হয়। এরফলে এলাকার মানুষের প্রভূত উপকার হয়। কিন্তু যেহেতু এই আণ্ডারপাস এলাকাটি নীচু। তাই অল্প বৃষ্টিতেই জল জমে যায়। কিন্তু সেই জল বের হবার ক্ষেত্রে সমস্যা রয়েছে। এদিন তাই পাম্প লাগিয়ে জল বার করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত তিনি জানান, এই একটিমাত্র আণ্ডারপাস হবার জন্য প্রচুর চাপও রয়েছে। বিশেষত, স্কুলে বা অফিসের টাইমে এই আণ্ডারপাসের ওপর ভয়ানক চাপ বাড়ে। তিনি জানান, ইতিমধ্যেই আরও একটি আণ্ডারপাস নিয়ে রেল দপ্তরের সঙ্গে তিনি আলোচনাও করেছেন। কিন্তু রেল দপ্তর নিরাপত্তার কারণে আর কোনো আণ্ডারপাসের অনুমতি দিতে চাইছে না। তবুও তিনি চেষ্টা করছেন।

Like Us On Facebook