.

কাউন্সিলর মহম্মদ আলির দীর্ঘদিনের লড়াই ও প্রচেষ্টার ফলে ৪ নং ওয়ার্ডের শোলাপুকুরকে কেন্দ্র করে এলাকার সৌন্দার্যায়ন ও পুকুরটির সংস্কার কাজ শুরু হয়েছে বিডিএ’র আর্থিক সহযোগীতায়। পাশাপাশি পৌরসভা থেকেও নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগ। বৃহস্পতিবার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আসেন চেয়ারম্যান পারিষদ খোকন দাস, কাউন্সিলর সাহাবুদ্দিন খান। এছাড়াও ছিলেন কাউন্সিলার মহম্মদ আলি, ওয়ার্ড কমিটির সম্পাদক নুরুল আলম সহ অন্যান্যরা।

Like Us On Facebook