২৪ ঘন্টা অতিক্রান্ত, এখনও বর্ধমান শহরের একাধিক সংস্থার অফিসে চলছে আয়কর হানা। আয়কর দফতর সূত্রে জানা গেছে, বর্ধমানের সিটি টাওয়ার সংলগ্ন এলাকায় চাল রপ্তানির সঙ্গে যুক্ত একাধিক সংস্থার অফিসে চলছে আয়কর হানা। এছাড়াও পূর্ব বর্ধমানের উচালন, সগড়াই, পালিতপুর ও বীরভূমের রামপুরহাটে সংস্থাগুলির কারখানায় চলছে আয়কর হানা। গতকাল (শুক্রবার) সকাল ৮ টার সময় একযোগে সংস্থাগুলির অফিস ও কারখানায় হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। আয়কর দফতর সূত্রে আরও জানা গেছে, সংস্থাগুলি মূলত চাল রপ্তানির কাজ করে। এছাড়াও বীরভূম ও পূর্ব বর্ধমানে সংস্থারগুলির একাধিক রাইসমিল ও বস্তা ফ্যাক্টরী রয়েছে।
Like Us On Facebook