ক্রেতা সুরক্ষা দপ্তরে মামলার জন্য দুই বর্ধমান সহ বাঁকুড়া, বীরভুম, পুরুলিয়ার মানুষকে আর কলকাতা ছুটতে হবে না। এই ৫ জেলার মানুষ আসানসোল থেকেই উপভোক্তা বিষয়ক মামলার নিষ্পত্তি করতে পারবেন। সোমবার আনুষ্ঠানিক ভাবে ক্রেতা সুরক্ষা দফতরের রাজ্য কমিশনের সার্কিট বেঞ্চে চালু হল আসানসোলে।
আসানসোলের ধাদকা এলাকায় এই সার্কিট বেঞ্চের উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে। ছিলেন রাজ্যের আইন ও বিচার, শ্রম, এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী মলয় ঘটক সহ অনান্য প্রশাসনিক আধিকারিকরা। জানা গেছে, এই সার্কিট বেঞ্চে পশ্চিম বর্ধমান, পুর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভুম, পুরুলিয়া, এই ৫ টি জেলার মানুষ উপভোক্তা বিষয়ক মামলার নিষ্পত্তি করতে পারবেন। মন্ত্রী সাধন পান্ডে জানান, আপাতত ২০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকার মামলা এই সার্কিট বেঞ্চেই করতে পারবেন উপভোক্তারা। যদিও ২০ লক্ষ টাকার নীচে মামলা করার জন্য এখনও পশ্চিম বর্ধমান জেলায় কোন লোয়ার কোর্ট নেই। ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে জানিয়েছেন, খুব তাড়াতাড়ি ক্রেতা সুরক্ষা দফতরের লোয়ার কোর্ট তৈরি করা হবে আসানসোলে।