দু’দিন ব্যাপী ইন্ডিয়ান মেডিকেল এ্যাসোসিয়েশন স্টুডেণ্টস কনফারেন্স অন মেডিক্যাল সায়েন্সের সেমিনার শেষ হল। বর্ধমান মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানের শেষ দিনে হাজির ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী। এছাড়াও হাজির ছিলেন আইএমএর ন্যাশনাল প্রেসিডেণ্ট পদ্মশ্রী প্রাপ্ত ডা. কে কে আগরওয়াল সহ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ডা. মুমতাজ সংঘমিতা, রাজ্য স্বাস্থ্য শিক্ষা দপ্তরের ডিরেক্টর দেবাশীষ ভট্টাচার্য, আইএমএ-র রাজ্য সম্পাদক আরএন ট্যান্ডন সহ বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুকুমার বসাক, হাসপাতাল সুপার উৎপল দাঁ, ডেপুটি সুপার ডা.অমিতাভ সাহা প্রমুখরাও।
উল্লেখ্য, দু’দিন ব্যাপী সেমিনারের আয়োজনে ছিল আইএমএ-র ছাত্র শাখা ও আইএমএ-র জুনিয়র ডাক্তার শাখা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর সুরেই রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রাচীন চিকিৎসা পদ্ধতির প্রসঙ্গ তুলে ধরেন। একইসঙ্গে তিনি আবেদন জানান, বর্তমানে রাজ্যের চিকিৎসকদের দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। বাংলার চিকিৎসার মান উন্নয়নের পাশাপাশি এদিন তিনি বাংলাতেই থেকে বাংলার মানুষের চিকিৎসা করার জন্য চিকিৎসকদের কাছে আবেদন রাখেন। অন্যদিকে, পদ্মশ্রী প্রাপ্ত চিকিৎসক ডা. কে কে আগরওয়াল বক্তব্য রাখতে গিয়ে বলেন, চিকিৎসা ব্যবস্থা এমনই যে যদি কোনো চিকিৎসক সঠিক চিকিৎসা করেন টাকা এমনিতেই চলে আসবে। কিন্তু কেউ কেউ চিকিৎসাকে অন্যের দিকে ঠেলে দিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করেন। এদিন তিনিও চিকিৎসা পরিষেবাকে সঠিকভাবে জনগণের কাছে হাজির করার ওপর জোর দেন।