.
অবৈধভাবে টোটো বিক্রির বিরুদ্ধে ফের অভিযানে নামল পূর্ব বর্ধমান জেলাপ্রশাসন। বৃহস্পতিবার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) নিখিল নির্মল ও জেলা পরিবহণ আধিকারিক আরবার আলমের নেতৃত্বে বর্ধমান শহরের লক্ষীপুর মাঠ ও কেশবগঞ্জ চটির দুটি টোটোর দোকানে অভিযান চালানো হয়। বৈধ কোন কাগজপত্র না থাকায় এবং প্রশাসনিক নির্দেশকে অমান্য করে টোটো বিক্রির অভিযোগে দুটি দোকানই সিল করে দেওয়া হয়। পাশাপাশি দুটি দোকানের মালিকদের আর্থিক জরিমানা করা হবে বলেও জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক নিখিল নির্মল।
Like Us On Facebook