নিঃসন্তানদের কোলে সন্তান দিতে দুর্গাপুরের বিবেকানন্দ হাসপাতালে চালু হল ইনফার্টিলিটি ক্লিনিক। কলকাতার ইনস্টিটিউট অফ হিউম্যান রিপ্রোডাকশন(আইএইচআর)-এর সঙ্গে যৌথ উদ্যোগে এই ক্লিনিক চালু করল বিবেকানন্দ হাসপাতাল কর্তৃপক্ষ।
টেস্ট টিউব বেবি বিশেষজ্ঞ ডাঃ অঞ্জন চট্টোপাধ্যায় প্রতি মাসে একদিন করে বিবেকানন্দ হাসপাতালে এসে নিঃসন্তান দম্পতিদের প্রয়োজনীয় পরামর্শ দেবেন। ক্লিনিকে প্রতিদিন স্ত্রীরোগ বিশেষজ্ঞরা প্রয়োজনীয় চিকিৎসা করবেন। প্রাথমিক পর্যায়ে নিঃসন্তান দম্পতিদের প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা মিলবে বিবকানন্দ হাসপাতালে। পরবর্তী পর্যায়ে প্রয়োজন অনুযায়ী আইএইচআর কলকাতা কেন্দ্রের অত্যাধুনিক ল্যাবে চিকিৎসা করা হবে। প্রসবের সময় বিবেকানন্দ হাসপাতালেই গর্ভবতীদের প্রসব করানো হবে।
স্বামী স্ত্রী উভয়েরই চিকিৎসার ব্যবস্থা রয়েছে বিবেকানন্দ হাসপাতালের ইনফার্টিলিটি ক্লিনিকে। কর্তৃপক্ষের দাবি বিশ্বমানের অত্যাধুনিক ল্যাবে দম্পতিদের প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা রয়েছে আইএইচআর-এ।
রোগীরা যাতে স্বল্প মূল্যে আইভিএফ এবং ইনফার্টিলিটির চিকিৎসা করাতে পারেন সেজন্য সকলের সাধ্যের মধ্যে বিভিন্ন প্যাকেজ রয়েছে আইএইচআর-এ বলে দাবি টেস্ট টিউব বেবি বিশেষজ্ঞ ডাঃ অঞ্জন চট্টোপাধ্যায়ের। তিনি বলেন, প্রায় পাঁচ হাজারের অধিক নিঃসন্তান দম্পতির কোলে সন্তান তুলে দিয়েছে আইএইচআর। আইএইচআর হল উত্তর-পূর্ব ভারতের প্রথম আইভিএফ সেন্টার।
এদিনের সাংবাদিক সম্মেলনে বিবেকানন্দ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ রাজাশেখরণ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ অলোক সান্যাল সহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
বিবেকানন্দ হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বর্ধমান ডট কমকে বলেন, ইতিমধ্যেই প্রচুর নিঃসন্তান দম্পতি আমাদের হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন। আমরা এই ক্লিনিকের সফলতা নিয়ে আশাবাদী।