গত এক মাসে বর্ধমানের জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে দুর্ঘটনার সংখ্যা অনেক বেড়েছে। বর্ধমানের রথতলায় বুধবার ২ নং জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান রাজেন কুমার সিং সহ একই পরিবারের ৭ জন। পানাগড়েও সাম্প্রতিক বেশ কয়েকটি দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমপক্ষে ১৫। এই পরিস্থিতিতে রবিবার রথতলা ও পানাগড় সহ জাতীয় সড়কের দুর্ঘটনাপ্রবণ স্পটগুলি পরিদর্শন করলেন আইজি ট্রাফিক মনোজ ভার্মা। দুর্ঘটনাস্থল গুলি পরিদর্শন করে তিনি দুর্ঘটনা রোধে কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে পর্যালোচনা করেন।
Like Us On Facebook