সোমবার থেকে শুরু হল আইসিএসই পরীক্ষা। চলবে ২৮ মার্চ পর্যন্ত। ইংরেজি প্রথম পত্র দিয়ে সোমবার শুরু হল পরীক্ষা। পরীক্ষা শুরু হয় সকাল ১১টায়। কয়েক লক্ষ পড়ুয়া পরীক্ষায় বসছে। মঙ্গলবার অঙ্ক পরীক্ষা। সোমবার বর্ধমানের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে দেখা গেল উদ্বিগ্ন অভিভাবকদের। প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হয়। ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্র নিয়ে খুশি পড়ুয়ারা।
আইসিএসই পরীক্ষার সূচি: ২৬ ফেব্রুয়ারি: ইংরেজি প্রথম পত্র, ২৭ ফেব্রুয়ারি: অঙ্ক, ২৮ ফেব্রুয়ারি: কমার্সিয়াল স্টাডিজ (গ্রুপ-২ ইলেকটিভ), ৫ মার্চ: ইংরেজি দ্বিতীয় পত্র, ৭ মার্চ: এইচসিজি প্রথম পত্র, ৯ মার্চ: দ্বিতীয় ভাষা, মডার্ন ফরেন ল্যাঙ্গুয়েজ, ১০ মার্চ: আর্ট প্রথম পত্র (স্টিল লাইফ), ১২ মার্চ: ভূগোল, এইচসিজি দ্বিতীয় পত্র, ১৪ মার্চ: হিন্দি, ১৬ মার্চ: পদার্থবিদ্যা— বিজ্ঞান প্রথম পত্র, ১৭ মার্চ: আর্ট দ্বিতীয় পত্র, ১৯ মার্চ: রসায়ন— বিজ্ঞান দ্বিতীয় পত্র, ২১ মার্চ: অর্থনীতি (গ্রুপ-২ ইলেকটিভ), ২৩ মার্চ: গ্রুপ-৩ ইলেকটিভের বিভিন্ন বিষয়, ২৪ মার্চ: আর্ট তৃতীয় পত্র, ২৬ মার্চ: জীববিদ্যা— বিজ্ঞান তৃতীয় পত্র, ২৭ মার্চ: আর্ট চতুর্থ পত্র, ২৮ মার্চ: পরিবেশ বিজ্ঞান, গ্রুপ-২ (ইলেকটিভ)।