ব্যাঙ্ক আধিকারিকের পরিচয় দিয়ে এটিএম কার্ডের গোপন তথ্য জেনে হায়দরাবাদের ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা সরিয়ে নেওয়ার অভিযোগে আসানসোল থেকে দুজনকে গ্রেফতার করল হায়দরাবাদ পুলিশ। ধৃতরা হল রাজেশ সিং ও শিবব্রত চৌধুরি। দুজনেই বার্নপুরের নীচুপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, রাজেশ নিজেকে ব্যাঙ্ক ম্যানেজারের পরিচয় দিয়ে হায়দরাবাদের এক ব্যবসায়ীকে ফোন করে তাঁর এটিএম কার্ডের পিন জেনে নিয়ে অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা শিবব্রতর অ্যাকাউন্টে সরিয়ে নেয়। অভিযোগ পেয়ে হায়দরাবাদ পুলিশ তদন্তে নেমে বার্নপুরের রাজেশ সিং -এর খোঁজ পায়। এরপর হায়দরাবাদ পুলিশ আসানসোলে এসে হীরাপুর থানার সহযোগিতায় গ্রেফতার করে দুই জালিয়াতকে।
Like Us On Facebook